এয়ার হোস্টেস জারিন জাবিনের সঙ্গে আবু ত্বহা মুহাম্মদ আদনানের সম্পর্কের কথা আগেই অভিযোগ করেছিলেন তাঁদের প্রথম স্ত্রী। এবার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সামাজিক মাধ্যমে ছবি, ভিডিও ও সিসিটিভি ফুটেজ প্রকাশ করে নতুন এক বিস্ফোরক আক্রমণ চালিয়েছেন। সোমবার রাতে এক দীর্ঘ ফেসবুক পোস্টে সাবিকুন নাহার নানা কথায় অভিযোগ তুলেছেন প্রধানতঃ আদনানের ও জারিনের মধ্যকার ঘনিষ্ঠ যোগাযোগ, একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক এবং নিজের শোষণ থাকার দাবি করেছেন। তিনি সিসিটিভি ফুটেজ থেকে জারিনের ছবি পোস্ট করেছেন এবং বলেছেন, সাবিকুন নাহার লিখেছেন, তার অতীত ভুল ও কলঙ্ক নিয়ে ভক্তরা তাকে অপদস্থ করতে চান, অথচ আজকের অপরাধীদের নিষ্কলুষ ঘোষণা করেন। তিনি প্রশ্ন তোলেন, “কত মেয়ের সঙ্গে কথা বলা হয়েছে? কত বছর ধরে? কত মেয়ের সঙ্গে পিক আদান-প্রদান হয়েছে? এক মেয়ের কথা তুলে ধরে অভিযোগ করেন,...