জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক দলিল লেখক মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্ত মীর মোহাম্মদ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি শহরের রামপুর এলাকায় বসবাস করছেন। দুদক সূত্রে জানা গেছে, দলিল লেখক হিসেবে কর্মরত অবস্থায় মীর মোহাম্মদের বিরুদ্ধে জালায়িতি এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তিনি ২০২৩ সালের ৮ আগস্ট দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং ১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকা অর্জন করেন।আরও পড়ুনআরও পড়ুন‘জনগণ সরকারকে ট্যাক্স...