আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হন। মহাসচিব শিক্ষকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানিয়ে বলেন, “শিক্ষক সমাজ জাতির বিবেক। তাদের প্রতি অবিচার মানে জাতির ভবিষ্যৎকে বিপন্ন করা। সরকারের উচিত অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং শিক্ষা খাতের প্রতি সম্মান ফিরিয়ে আনা।” তিনি আরও বলেন, “বর্তমান আন্দোলন কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থের নয়; এটি ন্যায় ও মর্যাদার আন্দোলন। বাংলাদেশ খেলাফত মজলিস সর্বস্তরের শিক্ষকদের পাশে রয়েছে এবং থাকবে।” পরশু দিন ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাওলানা জালালুদ্দিন বলেন, “একজন শিক্ষককে আঘাত করা মানে জাতির চেতনাকে আঘাত করা। যারা...