গাইবান্ধার সুন্দরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় স্বামী কারাগারে থাকলেও অন্য আসামিরা জামিনে এসে বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ রুমি আক্তার ইয়াসমিন (২১) ও তার পরিবার এ অভিযোগ করেন। রুমি আক্তার উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের রেজাউল আলমের মেয়ে। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে রুমি আক্তার ইয়াসমিনের সঙ্গে লাজু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে রুমিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি লাজু মিয়া একতরফাভাবে স্ত্রীকে তালাক দেন। পরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একই বছরের ১৩ মার্চ ১১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে তাদের পুনরায় রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন...