ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং পিএনজেড ইনোভেশন-এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসে এ স্বাক্ষর অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ সায়েন্টিস্ট প্রফেসর মাহমুদুল হাসান এবং পিএনজেড ইনোভেশনের প্রোগ্রাম ম্যানেজার এবং ইনোভেশন আইওটি ডিভাইসস অ্যান্ড অটোমেশনের প্রধান শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং পিএনজেড ইনোভেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য...