চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে জয়নুর (৫৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহত জয়নুরের ভাই খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১) এবং খাজা আহমেদের ছেলে দিপু (১৭)। তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। গ্রামের নুরুল হক পেশকার পক্ষ ও মাসুদ বিল্লাহ মন্টু পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনায় চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় জয়নুরের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত...