জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মাঝে মাঝে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। কিছু উপদেষ্টার আচরণ থেকে মনে হয়, তারা রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের দিকে ঝুঁকছেন, যা গণতান্ত্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনার বড় বাজার এলাকায় একটি পার্টি সেন্টারে নেত্রকোনা জেলা ও উপজেলা কমিটির সাংগঠনিক সমন্বয় সভায় সারজিস আলম এসব কথা বলেন। শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস বলেন, শাপলা প্রতীক দলটির আইনগত অধিকার এবং এতে কোনো রাষ্ট্রীয় বা সাংবিধানিক বাধা নেই। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে অংশ নেব। সারজিস আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ২৫ জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সেনাবাহিনী বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ...