ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘‘ঠাকুরগাঁওয়ে মনোনিত হওয়ার পরে কখনো জয়ী হয়েছি, কখনো পরাজিত হয়েছি, কিন্তু কখনো কাউকে ছেড়ে যাইনি।আরো পড়ুন:‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচিতে মানুষের দ্বারে দ্বারে নওশাদদিনাজপুরে ১ লাখ ৩৭ হাজার ভোটার বেড়েছে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচিতে মানুষের দ্বারে দ্বারে নওশাদ ‘‘নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগটা পেয়েছি, সেটা যেন ভুলবশত না হারাই। ফ্যাসিস্টদের কবলে যেন আর না পড়ি। ফ্যাসিস্টদের মানুষ আর দেখতে চায় না।’’ বিগত সরকারের শাসন আমলের কথা স্মরণ...