শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠে এগিয়ে যাওয়ার স্বস্তি। সেই আনন্দের রেশ কাটিয়ে না উঠতেই গোল হজম। আইসল্যান্ডের বিপক্ষে এমনই ছিল ফ্রান্সের পারফরম্যান্স। সুযোগ পেয়েও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে না পারায় হতাশ দলটির কোচ দিদিয়ে দেশম। ফরাসিদের শেষ দিকের পারফরম্যান্সে কিছুটা ক্ষুব্ধ দেশম। তার মতে, এগিয়ে যাওয়ার পর নেতিয়ে যায় তার দলের ফুটবলাররা। আর সেই সুযোগই কাজে লাগিয়ে সমতা ফেরায় আইসল্যান্ড। দলের এই সমস্যার সমাধান করতে হবে বলে মনে করছেন ফ্রান্স কোচ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সোমবার আইসল্যান্ডের মাঠে ২-২ ড্র করে ফ্রান্স। ভিক্তর পালসন স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ক্রিস্তোফা এনকুনকু। জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ফ্রান্স লিড নিলে সমতা টানেন ক্রিস্টিয়ান লিনসন। শক্তিতে পিছিয়ে থাকা আইসল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধটা ভালো কাটেনি ফ্রান্সের। ৩৯তম গোল হজম করে বসে...