গোমতী নদীর দুই পাড়ের চরাঞ্চলে শীতের আগাম সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দুই পাড়ের চরাঞ্চল জুড়ে দেখা যাচ্ছে শীতকালীন আগাম সবজি চাষের ব্যস্ততা। কেউ ফসলে আগাছা বাছাই করছেন, কেউ পোকামাকড় দমনে ওষুধ ছিটাচ্ছেন, কেউ আবার জমি থেকে শসা, করলা তুলছেন বাজারে বিক্রির জন্য। নদীর পারজুড়ে সবুজ ফসলের সমারোহে প্রাণ ফিরে পেয়েছে চরের জনপদ। তবে ঘন ঘন বৃষ্টির ফলে অনেক জায়গায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে ফসল ফলাতে হয়েছে। এতে খরচ ও শ্রম দুই-ই বেড়েছে বলে জানান অনেক কৃষক। মঙ্গলবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দড়িকান্দি, শুশূন্ডা আলীরচর, সোনাপুর, দীলালপুর সহ বিভিন্ন চরাঞ্চলে গিয়ে দেখা গেছে, চরের কৃষকরা বিভিন্ন সবজি ক্ষেতের পরিচর্যা করছেন। কেউ কেউ জমি প্রস্তুত করছেন চারা রোপণের জন্য। কেউ জমিতে আগাছা পরিষ্কার করছেন। তবে গোমতীর চরগুলোতে...