রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার ৪ ঘণ্টা পরও কেমিক্যাল গোডাউনে এখনো উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে তিনি জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কেমিক্যাল গোডাউনে এখনো কোনো উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সেখানে কী কী কেমিক্যাল রয়েছে তা এখনো নিশ্চিত নয়। আধুনিক টেকনোলোজি দিয়ে আগুন নিউট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে।এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে...