আগুন লাগার পর সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। রাজধানী মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একই স্থানে থাকা দুটি প্রতিষ্ঠান একটি কেমিক্যাল গোডাউন ও তার পাশেই থাকা গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার পর সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন মূলত দুটি স্থাপনায় লেগেছে—একটি কাপড়ের...