চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদায় জমি নিয়ে বিরোধের জেরে জয়নুর রহমান (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে গোবিন্দহুদায় গ্রামে এ ঘটনা। নিহত জয়নুর রহমানে (৫০) গোবিন্দহুদায় গ্রামের মণ্ডলপাড়ার মৃত ঝড়ু মন্ডলের ছেলে। আহত তিনজন হলেন, মৃত ঝড়ু মন্ডলের দুই ছেলে খাজা মণ্ডল (৫৫), জাহির (৪৫) ও খাজা মণ্ডলের ছেলে দিপু (১৮)। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জয়নুর রহমানের পরিবারের সদস্যরা জানান, নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তার জের ধরে মঙ্গলবার সকালে নুরুল পেশকার তার লোকজন নিয়ে মন্টু গ্রুপের জয়নুরদের...