খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।আটকরা হলেন- সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। তারা দুজনই নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। আশিকুর রহমান আজমলের ছেলে এবং সৈয়দ আব্দুল্লাহ সিকি মুরাদ আলীর ছেলে।জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস’র ডিলারের কাছে চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছে।এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সাবেক নেতারা বলছেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নেই। তবে আটক দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। অপরাধ যেই করবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কেউ...