বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, দীর্ঘদিন চলা নির্বাচন ব্যবস্থা ঝামেলাযুক্ত। এ ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হচ্ছেনা। এমতাবস্থায় পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হলে পিআর পদ্ধতি চালু করতে হবে। এতে সকল ভোটারদের সম্মান বাড়বে। ভোট নষ্ট হবে না। তিনি মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার স্থানীয় আলতাফ প্লাজায় কেন্দ্র ঘোষিত ৫ দফা কর্মসূচির অংশ হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর শিবলী নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, বক্তব্য রাখেন থানা সহকারী সেক্রেটারি এস এম আজাদ...