বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার কয়েক দিনের মাথায় নরওয়ের রাজধানী অসলোয় নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলা। গতকাল সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্ত তাদের কূটনৈতিক সেবা পুনর্গঠনের অংশ হিসেবে নেওয়া হয়েছে।তবে ঘোষণায় মাচাদোর নোবেল পুরস্কার প্রাপ্তি বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, কারাকাস কোনো কারণ না জানিয়ে অসলোয় তাদের দূতাবাস বন্ধ করেছে। খবর বিবিসির ‘ভেনিজুয়েলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিচল সংগ্রামের’ স্বীকৃতি হিসেবে গত শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় নোবেল কমিটি মাচাদোকে শান্তি পুরস্কারে ভূষিত করে। এ ঘোষণার পরপরই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাচাদোকে ‘রাক্ষসী ডাইনি’ বলে মন্তব্য করেন। ভেনিজুয়েলার এমন সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক মুখপাত্র বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য...