নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারি খাদ্যগুদাম থেকে সরবরাহকৃত প্রতি টন চালে ৮০ থেকে ৯০ কেজি করে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যবান্ধব ডিলাররা। এ নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে খাদ্যগুদাম কর্মচারী ও খাদ্যবান্ধব ডিলারদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। খাদ্যবান্ধব ডিলাররা জানিয়েছেন, সরকারি গুদাম থেকে সরবরাহকৃত প্রতিটি ৫০ কেজি চালের বস্তায় ৩ থেকে ৪ কেজি করে চাল কম থাকায় লোকসান এড়াতে তাঁদের প্রতি কেজি চালের ওপর বাড়তি দাম আরোপ করতে হয়। গোডাউনের কর্মকর্তার নির্দেশে কর্মচারীরা বস্তার মুখ খুলে চাল বের করে আবার সেলাই করে রাখেন। বস্তার মুখে একেকটির সেলাই একেক রকম দেখা যায়। এর আগে গুদামের এক কর্মচারীর বস্তা থেকে অভিনব কায়দায় চাল বের করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। মঙ্গলবার কয়েকজন খাদ্যবান্ধব ডিলার এ নিয়ে প্রতিবাদ জানালে হট্টগোলের সৃষ্টি হয়।...