মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা জানিয়েছেন, তার পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর তিনি ‘নিরাপদ স্থানে’ আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। ফেসবুকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, ৫১ বছর বয়সী রাজোয়েলিনা বলেছেন, “একদল সামরিক কর্মী এবং রাজনীতিবিদ আমাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।” আন্দ্রে রাজোয়েলিনা তার অবস্থান প্রকাশ করেননি। তবে এর আগে অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গত ১৫ দিন ধরে মাদাগাস্কারে তরুণরা বিক্ষোভ করছে। তারা আন্দ্রে রাজোয়েলিনাকে পদত্যাগের দাবি জানিয়ে আসছে। ‘জেন জি মাদা’ নামে অভিহিত তরুণ বিক্ষোভকারীদের শান্ত করার রাজোয়েলিনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি তার সরকারকে বরখাস্ত করেছেন এবং অন্যান্য ছাড়ও দিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। বুধবার থেকে তাকে দেখা যাচ্ছে না এবং সপ্তাহান্তে রাজোয়েলিনার অফিস জানিয়েছে, তাকে ক্ষমতা থেকে...