ট্রাম্প স্বীকার করেন যে, মঞ্চে তার পিছনে দাঁড়িয়ে থাকা কট্টর-ডানপন্থী নেএী মেলোনি সম্পর্কে মন্তব্য করার কারণে যৌন অসদাচরণের অভিযোগে তার অভিযুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ, যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি। এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই — আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। মেলোনির তাৎক্ষণিক অভিব্যক্তি অবশ্য দেখা যায়নি। কারণ, ট্রাম্পের পিঠ ক্যামেরা আড়াল করে রেখেছিল। ট্রাম্প অভিবাসন এবং সাংস্কৃতিক ইস্যুতে আদর্শিক...