বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি বাটোয়ারা নিয়ে অশান্তি এখন চরমে। শিল্পপতির সম্পত্তি কে পাবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আইনি জটিলতা। সঞ্জয়ের স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছিলেন কারিশমা-সঞ্জয়ের দুই ছেলে মেয়ে সামাইরা কাপুর এবং কিয়ান কাপুর। এবার বাবা সঞ্জয়ের তৈরি করে যাওয়া উইলে কিছু অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন কারিশমা-সঞ্জয়ের দুই ছেলে মেয়ে সামাইরা ও কিয়ান। সামাইরা এবং কিয়ানের আইনজীবির সন্দেহ, প্রয়াত সঞ্জয়ের যে উইল প্রকাশ্যে এসেছে, সেটা জাল হতে পারে। কিয়ান এবং সামাইরার তরফে সঞ্জয়ের স্ত্রীর প্রিয়ার বিরুদ্ধে উইল সংক্রান্ত যে মামলা দায়ের করা হয়েছিল, সোমবার (১৩ অক্টোবর) দিল্লি হাইকোর্টে ছিল তার শুনানি। কিয়ান এবং সামাইরার আইনজীবী মহেশ জেঠমালানি আদালতে জানান, সঞ্জয়ের উইলটি পুরোপুরি জাল। কিয়ান এবং সামাইরাকে...