ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড; শিক্ষকরা হলেন সেই মেরুদণ্ডের রক্ষাকবচ। তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন এবং বাড়ি ভাড়ার কথা কোন সভ্য সমাজে বলা যায় না। শতাংশ হারে বাড়ি ভাড়ার জন্য শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বর্বরোচিত হামলা করে।পুলিশ কর্তৃক সম্মানিত শিক্ষকদের রক্তাক্তকরণ ফ্যাসিবাদী আমলের পুলিশকে স্মরণ করিয়ে দেয়। সোমবার (১৩ অক্টোবর) নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এসব কথা বলেন তিনি। মাওলানা ইমতিয়াজ আলম বলেন, শিক্ষকরা যদি নিজেরাই ‘দিন আনে দিন খায়’ – পদ্ধতিতে দিনাতিপাত করে তাহলে শিক্ষার দিকে নজর দিবে কখন? বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশে শিক্ষকদের বেতন সর্বনিম্নে। এটা জাতি হিসেবে লজ্জার। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা আছেন...