ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৪ অক্টোবর, ২০২৫, ১৬:২৬:২১ রেস্টুরেন্টে অস্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে তোলপাড়! NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ময়মনসিংহ:ময়মনসিংহের ভালুকায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ডক্টর ক্যাফে, এর খাবারে অস্বাস্থ্যকর উপাদান পাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় ভোক্তারা।সম্প্রতি ভালুকায় এক ব্যক্তিগত মিটআপ অনুষ্ঠানে ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হয়। কিন্তু পরিবেশিত খাবারের মধ্যে মুরগির লোমসহ আস্ত একটি ডানা (পাকনা) পাওয়া যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।এ বিষয়ে ফেসবুকে এক ক্ষোভভরা পোস্টে এমডি সাব্বির আহম্মদ লিখেছেন “আমাদের পরিবেশন করা খাবারের মান দেখে আমরা হতবাক! মুরগির লোমসহ আস্ত ডানা পরিবেশন করা হয়েছে। এটি শুধু নোংরামি নয়, জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলার নমুনা।”তিনি আরও আহ্বান জানান, ভালুকাবাসীকে এক হয়ে এমন অস্বাস্থ্যবিধি-লঙ্ঘনকারী প্রতিষ্ঠান বর্জন করতে...