মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বিকাল ৪টার দিকে আগুনের ঘটনাস্থল থেকে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে একটি ক্যামিক্যালের গোডাউন রয়েছে। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। এটা কোনও সাধারণ আগুন নয়। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যা আরও বাড়তে পারে। এছাড়া দগ্ধ অবস্থায় আরও ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে বর্তমানে আমাদের ১২টি ইউনিট কাজ করছে।...