চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন এলাকায় শিক্ষাবোর্ডের এক কর্মকর্তাকে ‘আওয়ামী লীগের দোসর আখ্যা’ দিয়ে হেনস্তা করার পর তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশনে সোমবার রাতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী সচিব ওসমান গণিকে আটকে রাখে ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া কিছু ছাত্র। এ সময় তারা ওসমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে হেনস্তা করে। ওই শিক্ষার্থীরা একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে এক এনসিপি নেতার ভাষ্য। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ষোলশহর স্টেশনে ওসমান গণির সঙ্গে কিছু ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে হেনস্ত করে শিক্ষার্থীরা। পাঁচলাইশ থানা পুলিশের একটি দল রাত ১টার দিকে ওসমানকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।মঙ্গলবার বিকালেও তিনি থানায় ছিলেন। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু ছাত্র সমন্বয়ক নাম দিয়ে উনাকে...