১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম দক্ষিণাঞ্চলীয় জনপদ বরগুনার পাথরঘাটা উপজেলার একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানকার চিত্র এখন চরম অব্যবস্থাপনা ও সংকটে ভরপুর। পর্যাপ্ত চিকিৎসক, নার্স, সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী না থাকায় প্রতিদিন শত শত রোগী সঠিক চিকিৎসা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতালটির অবস্থা এতটাই নাজুক যে মৃত্যুর পরও কোনো রোগীকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা যায় না, কারণ এখানে নেই ইসিজি ও অন্যান্য জীবন নির্ণায়ক যন্ত্রপাতি। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের একমাত্র ইসিজি মেশিনটি কয়েক বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। এতে কোনো রোগী অজ্ঞান হয়ে গেলে বা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হলে চিকিৎসকরা নিশ্চিত হতে...