১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম প্রথম টেস্টে প্রতিদ্বন্দ্বিতায় বিদায় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ক্যারিবিয়ানরা ছিলেন নিষ্প্রভ। ভারতের সংগ্রহ করা বিশাল প্রথম ইনিংসের সামনে অল্পতেই গুটিয়ে ফলোঅনে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংস অবশ্য ঘুরে দাঁড়িয়ে কিছুটা পরি প্রতিরোধ করতে পেরেছিল শাই হোপের দল,তবে হার এড়াতে পারেনি। দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয় করলেন শুভমান গিল। ১ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তখন দরকার ছিল আরও ৫৮ রান। তবে এই ৫৮ রান তোলার পথেই আরও ২ উইকেট হারায় ভারত। রস্টন চেইজের জোড়া শিকারে পরিণত হন ৩৯ রান করা সাই সুদর্শন ও...