১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রভাব বিস্তার, হামলা, চাঁদাবাজি, জায়গা দখল, রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, দোকান ভাঙচুর ও নেশাদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে এক প্রভাবশালী গ্যাংয়ের বিরুদ্ধে। সম্প্রতি, তাদের বিভিন্ন ‘অপকর্মের ভিডিও’ গত ১১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। জানা গেছে, গত ৪ অক্টোবর শনিবার বিকেল ৪টার দিকে গ্যাং লিডার আনিছুর রহমান আনিছের নেতৃত্বে তাঁর ক্যাডার বাহিনী উপজেলার বাঁচামারা ইউনিয়নের কল্যাণপুর স্কুলের পাশে অবস্থিত আবুল কাশেম কাশ্মীর-এর দোকান ঘর ভাঙচুর করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "দোকান ভাঙচুর নিয়ে পাঁচ থেকে সাতজনের নামে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দোকান ভাঙচুরের সত্যতাও মিলেছে"। প্রভাব বিস্তারের...