‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’বিশ্ব মান দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৬তম বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই দিনাজপুর-এর উপপরিচালক ও অফিস প্রধান মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দিপক কুমার দাস (পিপিএম) ও সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ শরীফ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, “উৎপাদনকারী ও আমদানিকারকদের দায়িত্ব হলো বিএসটিআই-এর মানদণ্ড মেনে...