সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ হজ ২০২৬ (১৪৪৭ হিজরি) মৌসুমে অংশগ্রহণকারী সব হাজিদের জন্য কঠোর টিকাদান ও শারীরিক যোগ্যতার শর্ত ঘোষণা করেছে। নতুন নির্দেশনায় জানানো হয়েছে, হজযাত্রী বা হজ কর্মীদের টিকা সংক্রান্ত নিয়ম অমান্য করলে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, এ বছর সব হাজিদের জন্য কোভিড-১৯, মেনিনজোকোকাল মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যক্তি গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছেন, তাদের হজে অংশগ্রহণ অনুমোদন দেওয়া হবে না।এদের মধ্যে রয়েছেন প্রধান অঙ্গ বিকল হার্ট কিডনি লিভার ইত্যাদি রোগী, জটিল দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি, মানসিক বা স্নায়বিক রোগী, ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং...