নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ কর্মদিবসে ২৪৫ পয়েন্ট পতনের পর সোমবার কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এদিন সূচক বাড়ে ২৫ পয়েন্টের কিছু বেশি। তবে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সেই ইতিবাচক ধারা ধরে রাখতে পারেনি বাজার। দিনের শুরুতে সূচক দ্রুত উর্ধ্বমুখী হলেও শেষ পর্যন্ত পতনেই দিন শেষ হয়েছে। আগের দিনের উত্থানে অনেক বিনিয়োগকারী আশা করেছিলেন, বাজারের উন্নতি আরও বিস্তৃত হবে। দিনটির শুরুতেও সে আশা জোরালো হয়—দুপুর সাড়ে ১১টার মধ্যেই ডিএসইর প্রধান সূচক প্রায় ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৭৪ পয়েন্টে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকেই সূচকে টানা পতন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। প্রত্যাশা জাগানো উত্থান শেষ পর্যন্ত হতাশায় পরিণত হয়। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৯৭.২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস...