অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, মানবাধিকার কমিশন আইন এগুলো সব কিছু আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। পৃথক সচিবালয় কি আপনাদের সময় হয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ, আমাদের সময়ে হবে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর বরিশালে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভিত্তি প্রায় সম্পূর্ণ। অন্তর্বর্তী সরকারের সক্রিয় সহযোগিতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি একটি যুগপৎ প্রশাসনিক দ্বৈতকাঠামো (পদায়ন, বদলি ও...