দেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। দ্বিতীয় দফায় ১০ম ও শেষ দিনের মতো চলছে প্রচারণা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে দেখা মিলছে প্রার্থীদের। হাতে লিফলেট নিয়ে তারা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন শেষ মুহূর্তের নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের ভাষায়, দেশের বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ে ২৯ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হলেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ রাত ১২টায় প্রচারের সময় শেষ হবে। বৃহস্পতিবার ভোটগ্রহণ। এদিকে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের ২শ প্যাকেট নাস্তা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে এসব খাবার বাজেয়াপ্ত করা হয়। রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও...