আগামীতে বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের শিকার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ মালিক। মঙ্গলবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্ট ভবনের প্রধান ফটকের সামনে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তিনি। এ সময় সীমান্তে ক্রসফায়ারের ঘটনায় হত্যাকাণ্ড থামেনি উল্লেখ করে এম এ মালিক বলেন, “সীমান্তে এখনও মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু এসব ঘটনা কোনো সংবাদমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না। গুমের শিকার ব্যক্তিরা যতদিন ফিরে না আসবেন, আমি তাদের পরিবারের সন্তানদের পাশে থাকব। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করব। যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের পৃষ্ঠপোষকতার দায়িত্ব আমরা নেব। ” তিনি আরও বলেন, “গত ১৫ বছর দেশে গুম-খুনের ঘটনা অব্যাহত ছিল। কিন্তু সরকার পরিবর্তন হলেও তারা কেন ন্যায়বিচার...