পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের এক মহীরুহ চিরবিদায় নিলেন। দেশটির সাবেক টেস্ট ব্যাটার এবং বিখ্যাত মোহাম্মদ পরিবারের জ্যেষ্ঠ সন্তান উজির মোহাম্মদ ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ১৯২৯ সালে ভারতের জুনাগড়ে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি ছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটার হানিফ, মুশতাক ও রইস মোহাম্মদের ভাই এবং পাকিস্তানের হয়ে টেস্ট খেলা চার মোহাম্মদ ভাইয়ের মধ্যে অন্যতম। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক বিবৃতিতে উজির মোহাম্মদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে টেস্ট ক্রিকেটে তার অনবদ্য অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নকভি বলেন, ‘উজির মোহাম্মদ কেবল একজন ভালো ব্যাটসম্যানই ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত পরিশীলিত মানুষ। ’ উজির মোহাম্মদের ক্রিকেটীয় দূরদৃষ্টি কতটা প্রখর ছিল, তার এক অনন্য উদাহরণ তুলে ধরেন তার ছোট ভাই ও সাবেক টেস্ট ক্রিকেটার...