ইসরায়েলে বন্দিজীবন থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা নিজ নিজ ঘরে ফিরছেন। গাজায় ফেরার পর নিজেদের পরিবার-পরিজনদের দেখে তারা আবেগে আপ্লুত হয়ে পড়ছেন।অনেকেই ছেড়ে আসা দিনগুলো নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে। জানিয়েছেন বন্দি থাকা অবস্থায় তাদের রাখা হতো কসাইখানায়। সেখানে তাদের ঠিকমতো খাবার দেওয়া হতো না। নিয়মিত নির্যাতন করা হতো। ঘুমানোর সময় তোশক পর্যন্ত দেওয়া হতো না। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মুখে ভয়াবহ নির্যাতন ও মানবেতর অবস্থার চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরেছে আল জাজিরা। তাদের প্রতিবেদক দক্ষিণ গাজার খান ইউনিসে মুক্তিপ্রাপ্তদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। ফিরে আসা ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরায়েলি জেলগুলো ‘মানবসভ্যতার সীমা ছাড়ানো নির্যাতনের কেন্দ্র। ’ আবদাল্লাহ আবু রাফি নামে সদ্য মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, আমরা কোনো কারাগারে ছিলাম না,...