মঙ্গলবার সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ভেঙে যাওয়া সড়কটি নিজ হাতে মেরামত করে দেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর এলাকায় এই রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। শিমুলতলার মোড়ে রাস্তাটি ভেঙ্গে বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল ও যাতায়াতে বড় সমস্যার সৃষ্টি হয়। ট্রাক চালক জহির বলেন, “আমরা এই রাস্তা দিয়ে পাথর বোঝাই গাড়ি নিয়ে চলাচল করি। শিমুলতলা মোড়ে রাস্তায় গর্তের কারণে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। আজকে রাস্তাটি মেরামত করা হয়েছে, এতে আমাদের সুবিধা হয়েছে।” ওই রাস্তায় চলাচলকারী কয়েকজন অটোচালক জানান, “রাস্তার এই অংশটি খুবই বিপদজনক। গর্তের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। অনেকের গাড়ি উল্টে যায়। যুবদলের পক্ষ থেকে রাস্তাটি মেরামত করায় আমরা খুশি।” বুড়িমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আয়নাল হক বলেন,...