ভারতের সাবেক নির্বাচক ও ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তকে একহাত নিলেন দেশটির বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত দলে হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি জায়গা পাওয়ার পর তাদের নিয়ে শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে সমালোচনা করেছিলেন। সেই সমালোচনার জবাবেই সরাসরি পাল্টা আক্রমণ করলেন গম্ভীর। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে গম্ভীরকে হর্ষিত রানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘সত্যি বলতে এটা ভীষণ লজ্জাজনক। একটা ২৩ বছরের ছেলেকে নিয়ে এভাবে সমালোচনা করা ঠিক নয়। কেউ যদি ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য এমনটা করেন, সেটা ভারতের ক্রিকেটের জন্য অপমানজনক। হর্ষিত নিজের যোগ্যতায় এখানে এসেছে—তার পেছনে কোনো সাবেক নির্বাচক, কোনো প্রভাবশালী ক্রিকেটার বা এনআরআই বাবা নেই। তাই তাকে লক্ষ্য করে এমন মন্তব্য করা অন্যায়।’ গম্ভীর আরও...