গণভোট আদৌ হবে কি না এমন সংশয় প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই নেই। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব একথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসির সঙ্গে বৈঠকে করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়েছে। গণভোট নিয়ে ইসির ভাবনা কী জানতে চাইলে ইসি সচিব বলেন, এটার ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই অনেক কথা বলেন, আপনারাও (সাংবাদিকরা) জানতে চান। যখন নির্বাচন কমিশন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয় তখন জানানো হয়। গণভোটের ব্যাপারেও একই কথা যে, এটা যতক্ষণ পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই।...