‘শান্তির প্রথম পদক্ষেপই সবসময় সবচেয়ে কঠিন’, বললেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার(১৩ অক্টোবর)মিসরে গাজার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে দাঁড়িয়েএমন মন্তব্য করেন তিনি।ইসরায়েল ও হামাসের মধ্যে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকেতিনিগাজা যুদ্ধের অবসান ও ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ড পুনর্গঠনের সূচনা হিসেবে ঘোষণা করেন।মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে সবচেয়ে কঠিন পর্ব শেষ হয়েছে। বলেন, ‘পুনর্গঠনই হয়তো সবচেয়ে সহজ অংশ হবে। আমি মনে করি আমরা কঠিন অংশের অনেকটা সম্পন্ন করেছি। কারণ পরের ধাপগুলো স্বাভাবিকভাবে একত্রে আসবে।’ তবে অন্যরা আসন্ন জটিলতা নিয়ে ছিলেন আরও সতর্ক। কারণ শান্তি পরিকল্পনার বহু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অনির্ধারিত। বিস্তারিত শর্তাবলি নিয়ে আলোচনা ও সমঝোতা না হলে এই প্রক্রিয়া এগোবে না এবং সংঘাত ফের শুরু হওয়ার ঝুঁকি থেকেই যাবে। দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও পুনর্গঠনের পথ...