ঢাকার সাভারে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এসময় তাদের হেফাজত থেকে র্যাবের ব্যবহৃত পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। এর আগে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শহিদুল ইসলাম (৪২), সুমন মিয়া (৬৫), সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), আফজাল হোসেন ওরফে উজ্জল (৪২), মামুন আহম্মেদ মিন্টু (৫২), মেহেদী হাসান (২৭), শামীম আহম্মেদ সবুজ (৩২), শাহাদাত (৬০) এবং ফরহাদ হোসেন (৩৭)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের ভাঙা ব্রিজের আগে তুরাগ নদীর পাড়ে ময়লার...