চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে সোহরাওয়ার্দী হলে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী জমাদিউল আউয়াল সুজাতের ফেসবুক পোস্টে ‘হাহা’ রিঅ্যাক্ট দেওয়ায় তার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শাসানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ তার ফেসবুক পোস্টে এ কথা জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আজকে সত্যি অবাক হয়েছি! সোহরাওয়ার্দী হলের ভিপি প্রার্থী জমাদিউল আওয়াল সুজাত ভাই শুধু একটা হাহা রিঅ্যাক্ট দেওয়ার কারণে আমাকে আটকিয়ে তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে আমাকে শাসিয়েছেন। একটা ইমোজি যদি সহ্য না হয়, তাহলে ভিন্নমত বা সমালোচনা কীভাবে সহ্য করবেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভয় দেখানোর জায়গা নয়, এটা মুক্তচিন্তার জায়গা। আমি কাউকে অপমান করিনি, শুধু নিজের মত প্রকাশ করেছি। ধমক নয়, সহনশীলতাই নেতৃত্বের আসল পরিচয়।’ এ বিষয়ে জানতে...