
এখন অহরহ সরকারি প্রতিষ্ঠানের পণ্য নকল হচ্ছে। এছাড়াও বেসরকারি খাতের নামী কোম্পানিগুলোর পণ্যের অবস্থা আরও খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প সচিব ওবায়দুর রহমান। তিনি এসব প্রতিষ্ঠানের পণ্যের সুরক্ষা দেওয়ার তাগিদ দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি এ তাগিদ দেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব বলেন, আমাদের শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান চিনি শিল্প করপোরেশন দেশে একমাত্র আখের চিনি বানায়। কিন্তু এটাও নকল হয়। আপনি বড় বড় প্রায় প্রত্যেকটা দোকানে আখের চিনি পাবেন, এরমধ্যে অধিকাংশই নকল। প্যাকেটও হুবহু নকল। এসব কোনো না কোনো অসাধু ব্যবসায়ী করছে। তারা প্রকৃত ব্যবসায়ী নয়। শিল্প সচিব বলেন, অনেক প্রতিষ্ঠান আগে পণ্যের মান ঠিক রেখে বিএসটিআইয়ের সনদ নেয়। এরপর বাজারে টিকতে না পেরে নামী অন্য প্রতিষ্ঠানের পণ্য নকল করে,...