রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৩ জনসহ প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য (সাময়িকভাবে) বহিষ্কার করেছে। গুরুতর আহত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী প্রান্ত, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার। সোমবার রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠক শেষে এমন তথ্য নিশ্চিত করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ এবং ২১-২২ সেশনের শিক্ষার্থী আশরাফুল ইসলাম। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় ঘটনার সূত্রপাত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও...