আগামী সরকার গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্ণায়কের ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে তার দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণা জেলা এনসিপির এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কথা বলেন সারজিস আলম। এ সময় তিনি দলের নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা দেন। তার মতে, এনসিপির কোনো নেতা বা কর্মী অপকর্মের সঙ্গে যুক্ত হলে তাকে দলে রাখা হবে না। সারজিস আলম বলেন, কিছু উপদেষ্টার কথায়-আচরণে মনে হচ্ছে, তারা যেনতেন নির্বাচন দিয়ে সেফ এক্সিট চাইছেন। এটা হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া, বিচারের দৃশ্যমান অগ্রগতি-এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় তাহলে এটা নির্বাচনের ওপরও প্রভাব ফেলবে এবং...