বাংলাদেশের রাজনীতিতে ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এনসিপি নেতা নাহিদ ইসলামের মন্তব্যের পর থেকে এ ইস্যুটি ঘিরে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যেও চলছে নানান প্রতিক্রিয়া। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি নতুন নয়। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অন্তত তিনবার ‘সেফ এক্সিট’-এর ঘটনা ঘটেছে- ১৯৭৫, ২০০৭-০৮ এবং ২০২৪ সালে। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা নিজেদের সেফ এক্সিটের কথাও ভাবছেন। তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়। প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি উপদেষ্টারাও। এনসিপির আরেক নেতা সারজিস আলম পাল্টা মন্তব্য করেন, কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিটের একটাই জায়গা- সেটা...