অন্তঃসত্ত্বা বাক প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। টাঙ্গাইল:টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তরুণী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা।গ্রেপ্তারকৃত আসামি কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৪)। তিনি একই ইউনিয়নের (২ নং ওয়ার্ড) বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।সোমবার রাতে র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।এর আগে, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার (১০ অক্টোবর) দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার...