
ঢাকা:রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।তারা বলছেন, গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণ হলেও কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণের ঘোষণা আসেনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব কথা বলেন। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অন্য ইউনিটগুলি সেখানে যোগ দেয়। তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে আট ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কমই। আগুনের সূত্রপাত...