১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম ফরিদপুরের সদরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ৩ কেজি ইলিশ, ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৭ জন জেলেকে আটক করা হয়। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় সদরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটককৃতদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসানসহ মৎস্য বিভাগের কর্মচারী এবং পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে একটি...