চট্টগ্রাম:ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে 'কটাক্ষ' করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা মামুন উর রশিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ছিলেন।২০১১ সালে আন্দোলনের সময় পুলিশের হামলায় গুরুতর আহত হয়ে কারাবরণ করা মামুনের প্রতি দলের অনেক নেতাকর্মীর সহানুভূতি ছিল চোখে পড়ার মতো। বহিষ্কারের পরপরই দলীয় নেতা-কর্মীরা তার ত্যাগী ভূমিকার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সহানুভূতি তুলে ধরেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছিরের কড়া সমালোচনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের একেবারে অন্তিম সময়ে ছাত্রদলের এই অভ্যন্তরীণ কোন্দল নেতাকর্মীদের যেমন হতাশ করছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ফেলছে নেতিবাচক প্রভাব। সোমবার (১৩ অক্টোবর) আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার আগে মামুন ছিলেন চট্টগ্রাম...