দরপত্র ছাড়াই (সরাসরি ক্রয় পদ্ধতি) ১১৫ টাকা ৫৮ পয়সা কেজি দরে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে মোট ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি অংশ নেন। বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) থেকে এই চিনি কেনা হবে। প্রতিকেজি ১১৫ টাকা ৫৮ পয়সা দরে ১৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। এ ছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (চতুর্থ সংশোধিত)’...